বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাল্কহেডে সিলেট থেকে কুমিল্লায় মেছো বাঘ!

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২১:৩৩

রোববার সকাল ১০টার দিকে বালুবাহী বাল্কহেডটি নলচর গ্রামে মেঘনা নদীতে নোঙ্গর করে। বাঘটিকে আটকের পর নলচরসহ আশপাশের গ্রামে শোরগোল পড়ে যায়। পরে দুপুরে বাঘটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বালুবাহী বাল্কহেডযোগে সিলেট থেকে কুমিল্লা আসে একটি মেছো বাঘ। মেঘনা উপজেলার মেঘনা নদী তীর সংলগ্ন নলচর গ্রামে বাল্ক হেডটি নোঙ্গর করার বাঘটি সেখান থেকে লাফিয়ে পড়ে। দৌড়াতে শুরু করে গ্রামের কবরস্থানের দিকে। এ সময় গ্রামের লোকজন কৌশলে বাঘটিকে আটক করে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে কুমিল্লা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে বাঘটিকে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানায়, রোববার সকাল ১০টার দিকে বালুবাহী বাল্কহেডটি নলচর গ্রামে মেঘনা নদীতে নোঙ্গর করে। বাঘটিকে আটকের পর নলচরসহ আশপাশের গ্রামে শোরগোল পড়ে যায়। পরে দুপুরে বাঘটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, ‘এলাকাবাসী বাঘটিকে আটক করে উপজেলায় নিয়ে এলে আমরা জেলা প্রশাসনের কাছে বাঘটি হস্তান্তর করি।’

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘রোববার সন্ধ্যায় আমরা মেছো বাঘটিকে কুমিল্লা চিড়িয়াখানায় হস্তান্তর করেছি।’

এ বিভাগের আরো খবর