বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনাগাজীতে খেজুরের গরম রসে ঝলসে শিশুর মৃত্যু

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৯:২২

দাদা আবুল হোসেনের অসাবধানতায় কোল থেকে গরম রসে পড়ে যায় শিশু মোহন। এ সময় রস থেকে শিশুটিকে তুলতে গিয়ে আবুল হোসেনের হাতও ঝলসে যায়। বাড়ির লোকজন উদ্ধার করে দুজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেনীর সোনাগাজীতে খেজুরের গরম রসে ঝলসে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শনিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশু মোহন চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের নামার চর কোম্পানি বাজার এলাকার মো. মাসুদের ছেলে। মাসুদ পেশায় কৃষক। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মোহন ছিল ছোট।মোহনের বাবা মাসুদ জানান, শনিবার সকালে বিভিন্ন গাছিদের কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন মাসুদের বাবা আবুল হোসেন। রস বাড়িতে আনার পর বড় টিনের পাত্রে (ডাবল টিনে) জ্বাল করে গুড় তৈরি করছিলেন মাসুদের মা। এ সময় আবুল হোসেন সাত মাস বয়সী মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

হঠাৎই আবুল হোসেনের অসাবধানতায় কোল থেকে গরম রসে পড়ে যায় শিশুটি। এ সময় রস থেকে শিশুটিকে তুলতে গিয়ে আবুল হোসেনের হাতও ঝলসে যায়। বাড়ির লোকজন উদ্ধার করে দুজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে বৃদ্ধ আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিশু মোহনকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার রাতে তার মৃত্যু হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু মোহনের মাথাসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে যায়।

এ বিভাগের আরো খবর