বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাতের হামলায় নিহত ট্রাকের হেলপার

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৩৯

ট্রাকচালক ও হেলপারের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে ও চালককে মারধর করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত ট্রাকচালক সুজন (৪০) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লালের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটে যাচ্ছিল ট্রাকটি। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই এলাকায় পৌঁছালে কয়েক জন ডাকাত ট্রাকটি থামায়। পরে চালক ও হেলপারের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে ও চালককে মারধর করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার বিল্লালকে মৃত ঘোষণা করেন। আহত চালক সুজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর