বরিশাল শহরের রেইনট্রিতলা এলাকায় থ্রি-হুইলার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন জানান, আলফা-মাহিন্দ্রা নামক একটি থ্রি-হুইলার ছয় যাত্রী নিয়ে বরিশাল থেকে রহমতপুর যাচ্ছিল। রেইনট্রিতলা নামক স্থানে পৌঁছালে আরেকটি থ্রি-হুইলারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা জিসকা ফার্মাসিউটিক্যালের কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ওই থ্রি-হুইলারের সব যাত্রী আহত হয়। চালক বেলাল, হাসিবুল ও আশ্রাব আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এএসআই জামাল আরও জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনাকবলিত যান দুইটি পুলিশের হেফাজতে আছে।