শ্বাসকষ্টজনিত কারণে মানিকগঞ্জে দুলাল মিয়া নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
দুলাল মিয়ার বাড়ি সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের চর তিল্লি গ্রামে।
মানিকগঞ্জ জেল সুপার মো.শহিদুল ইসলাম জানান, গত ৯ জানুয়ারি প্রতারণার মামলায় দুলাল মিয়াকে কারাগারে পাঠানো হয়। কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, শ্বাসকষ্টজনিত কারণে বেলা সাড়ে ১১টার দিকে দিকে হাজতি দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।