রংপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আইনুল হক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ রায় দেন।
সরকারপক্ষের আইনজীবী রফিক হাসনাইন নিউজবাংলাকে জানান, ২০০৯ সালের ১০ মার্চ রংপুর নগরীতে ১৩ বছরের মেয়েশিশুটি রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির কাছে বাঁশঝাড়ে যায়। সেখানে একই এলাকার আইনুল হক শিশুটিকে ধর্ষণ করে।
ওই সময় শিশুর চিৎকারে লোকজন আইনুলকে আটক করে। তবে আইনুলের স্বজনরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।আইনজীবী রফিক বলেন, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন তাকে চিকিৎসা দেয়া হয়েছে।মামলায় বাদীপক্ষের ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
শিশুটির বাবা বলেন, ‘আমি বাবা হিসেবে ওই ঘটনা এখনও ভুলতে পারি না। মামলা না করতে অনেক চাপ ছিল।‘তারপরও কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করছিলাম। আমার আশা ছিল ফাঁসি হোক। কিন্তু হলো না। তাও খুশি।’
আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রমানিক বলেছেন, তারা ন্যায়বিচার পাননি, আপিল করবেন।