বোয়ালখালী থানার ওসি জানান, ফারুক স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যায় তার স্ত্রী একটি অনুষ্ঠানে যান। রাত ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ ঘরে সিলিংয়ের সঙ্গে গলায় গামছা ফাঁস দেয়া ফারুকের ঝুলন্ত মরদেহ।
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে মো. ফারুক নামের এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকা থেকে শনিবার গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
২৬ বছরের ফারুক একই এলাকার মো. হারুনের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ফারুক স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যায় তার স্ত্রী একটি অনুষ্ঠানে যান। রাত ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ ঘরে সিলিংয়ের সঙ্গে গলায় গামছা ফাঁস দেয়া ফারুকের ঝুলন্ত মরদেহ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আবদুল করিম জানান, এ বিষয়ের অপমৃত্যুর মামলা হয়েছে।