মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন ঢাকার হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ ও মো. পলাশ। তারা ঢাকা থেকে মোটরসাইকেলে রাঙ্গামাটি যাচ্ছিলেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে রাঙ্গামাটির দিকে যাচ্ছিলেন তারা। পথে ভবেরচর কলেজ রোড এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও পলাশ।
সালাহউদ্দিন আরও জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাভার্ডভ্যানের চালক আল-আমিনকে আটক করা হয়েছে।
নাহিদের বড় ভাই সালাউদ্দিন খোকা জানান, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন নাহিদ। বন্ধু পলাশের সঙ্গে রাঙ্গামাটি বেড়াতে যাচ্ছিলেন। সঙ্গে আরও দুটি মোটরসাইকেলে ছিল তাদের আরও কয়েক বন্ধু। অন্যরা এগিয়ে যেতে পারলেও দুর্ঘটনার কবলে পড়েন দুই জন।