‘৬০ বছর ধইরে আমরা রাস্তা ঘাটে থাকতাম। এহন আঙ্গর নিজের এডা ঠিকানা হয়ছে।’
নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে বলছিলেন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের ঝাডু মিয়া।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমার বাপের ৬০ বছর যাবত কোনো ঘরবাড়ি নাই। রাস্তা ঘাটেই আমাদের জন্ম। রাস্তা ঘাটেই আমরা বড় হয়ছি।
‘গতকাল পর্যন্ত রাস্তা ঘাটেই আমরা থাকতাম। কামলা দিয়ে দিনই চলে না জমি কিনে বাড়ি কিবেই করমু। এহন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে একটা নতুন ঘর দিছে। এই ঘরেই আমরা থাকমু। এহন আঙ্গর নিজের এডা ঠিকানা হয়ছে। প্রধানমন্ত্রীরে আমরা থ্যাংকস জানাই।’
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি মানুষও গৃহহীন থাকবে না- এই প্রকল্পের আওতায় জামালপুর জেলায় ঘর পেয়েছেন এক হাজার ৪৭৮ টি হতদরিদ্র পরিবার।
শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গৃহহীন পরিবারের কাছে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এরপরই জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় এক হাজার ১২০ টি ঘর হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ শুরু।
বাকি ৩৫৮ টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক এনামুল হক।
প্রকল্পের আওতায় জামালপুর সদরে ৪০০টি, মেলান্দহে ২৬০টি, ইসলামপুরে ১৪২টি, দেওয়ানগঞ্জে ১৭২টি, বকশিগঞ্জে ৮৮টি, মাদারগঞ্জে ১২১টি ও সরিষাবড়িতে ২৯৮টি ঘর বিতরণ করা হচ্ছে।