কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। আরও নয় জন নিখোঁজ আছে বলে জানাচ্ছেন তারা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মানসুরুল মাহদীন।
তিনি জানান, শুক্রবার গভীর রাতে সেন্টমার্টিন থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ২৬ মাঝিসহ এফবি জানযাবিল সোমকেন নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
এ ঘটনায় চার জেলের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল। নিখোঁজ রয়েছে আরও নয় জেলে। ট্রলারডুবির ঘটনায় জীবিত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
সকাল ৮টার দিকে মরদেহগুলো ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মানসুরুল আরও জানান, নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের দুটি ও নৌবাহিনীর দুটি জাহাজ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
ডুবে যাওয়া ট্রলারটি সেন্টমার্টিনের নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।