চট্টগ্রামের রাউজানে নিখোঁজের পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামালের বাড়ি রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের ছিটিয়াপাড়ায়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জামাল। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহের শরীরের কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। তবুও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ রাউজান থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।