বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোবাইকের চাপায় শিশু নিহত

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৭:৩৭

এসআই জানান, আশা তার মায়ের সঙ্গে লংগড়পাড়া এলাকায় খালার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে একা বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী অটোবাইক তাকে চাপা দেয়।

শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে।

উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগড়পাড়া এলাকায় সবুজ সাথী স্কুলের সামনে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আশা মনি। তার বাড়ি শ্রীবরদীর আবুয়ার পাড়া গ্রামে।

শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম নিউজবাংলাকে জানান, আশা তার মায়ের সঙ্গে লংগড়পাড়া এলাকায় খালার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে একা বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী অটোবাইক তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সেখানেই রাখা আছে। ময়নাতদন্তের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোবাইকের চালক রুবেল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ অটোবাইকটি জব্দ করেছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর