গাজীপুরের কোনাবাড়িতে জাল টাকার নোট ও টাকা তৈরির প্রিন্টারসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
কোনাবাড়ির জরুন পেয়ারা বাগান এলাকায় থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের আব্দুল বারেক, একই এলাকার গোলাম মোস্তফা, পেয়ারা বাগান এলাকার রমিজ উদ্দিন ও পূবাইল থানার হায়দারাবাদ এলাকার জাহাঙ্গীর আলম টিটু।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বছর দেড়েক আগে পেয়ারা বাগান এলাকায় হাবীব ভিলার চতুর্থ তলার একটি কক্ষ তারা ভাড়া নেয়। সেখানেই তারা জাল টাকা বানাত।ওসি আবু সিদ্দিক আরও জানান, আটকদের কাছ থেকে ১৪টি ২০ টাকা ও ২৮টি ৫০ টাকার জাল নোট, একটি প্রিন্টার ও জাল টাকা বানানোর কাগজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে।