মৌলভীবাজার সদর উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মামলার এক নম্বর আসামি ওয়াদুদ মিয়াকে উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুই জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও দুই জনকে আসামি করে মামলা করেন ওই নারী। এর পর পরই আসামি ধরতে অভিযান চালায় পুলিশ।
মামলায় বলা হয়, সদর উপজেলার এক গ্রামে বুধবার মাঝরাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় তার অটোরিকশা চালক স্বামী বাসায় ছিলেন না।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক নিউজবাংলাকে বলেন, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।