ওসি জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাস, বোচাগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরের দিকে যাওয়া মোটরসাইকেল ও ট্রাক্টরের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
দিনাজপুরের বিরলে বাস, ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজি দীঘি মোড়ে রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব নিউজবাংলাকে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাস, বোচাগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরের দিকে যাওয়া মোটরসাইকেল ও ট্রাক্টরের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক্টরের চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।