বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ভাইকে হত্যার অভিযোগ

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১০:৩১

আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সময় আমার ছোট ভাই জামাল মুন্সী এগিয়ে গেলে তারা তাকে ছুরিকাঘাত করে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর ছোট ভাই জামাল মুন্সিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার একটার দিকে উপজেলার চরচারতলায় নিজ বাড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যার শিকার হন জামাল। এ ঘটনায় আহত হন অন্তত সাতজন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. হানিফ মুন্সীর সঙ্গে চর চারতলা গ্রামের আবু শহিদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ, চর চারতলা ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, একই গ্রামের জাকির হোসেন, দিলু মিয়া, বিএনপি নেতা আব্দু মিয়ার বিরোধ চলছিল।

এর জের ধরে শুক্রবার রাত একটার দিকে তাদের নেতৃত্বে কয়েকশ লোক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির চারপাশে জড়ো হয়ে হামলা চালায়। এ সময় তার ছোট ভাই জামাল মুন্সী বাড়ি থেকে বের হলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সময় আমার ছোট ভাই জামাল মুন্সী এগিয়ে গেলে তারা তাকে ছুরিকাঘাত করে।’আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ নিউজবাংলাকে জানান, হত্যায় জড়িতরা একই গোষ্ঠীর লোক। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি।’

এ বিভাগের আরো খবর