নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে তার গায়ে থাকা সোনার অলংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাফিয়া বেগমের বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গির গ্রামে।
নিহতের মেয়ের জামাতা জহিরুল ইসলাম জানান, সাফিয়া একটি মাটির ঘরে বাস করতেন। দুপুরে তার স্বামী নামাজ পড়তে যান। ওই সময় দুর্বৃত্তরা বাড়িতে এসে সাফিয়াকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে গায়ে থাকা সোনার চেইন, চুড়ি ও দুল নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার বসুন্ধরা অ্যাপোলো হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির নিউজবাংলাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।