মহেশখালীর মাতারবাড়িতে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
শুক্রবার সকাল দশ টার দিকে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্ররা হলো এহসান ও এখলাস। এদের বাড়ি দক্ষিণ মিয়াজির পাড়ায়।
স্থানীয় ইউপি জাহেদুল ইসলাম জানিয়েছে, শুক্রবার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আজিজিয়া মাদ্রাসার বার্ষিক সভার আয়োজন করা হয়। এ সময় মাতারবাড়ি স্কুলের মাঠে বেলুন নিয়ে আসেন এক বিক্রেতা। সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফুলানোর সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনা স্থলেই প্রাণ হারায় এহসান। হাসপাতালে নেয়ার পথে মারা যান এখলাস।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের আসার আগেই স্থানীরা কয়েকজন আহতদের হাসপাতালে নিয়ে গেছে। আর কতগুলো শিশু গুরুতর আহত অবস্থায় মাটিতে কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর জানা গেছে। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।