বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতাল থেকে নবজাতক চুরি

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ১৯:৩৮

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন দিন আগে কমলি রবিদাস কন্যা শিশুর জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সাহায্য করার ছলে তার সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়। ওই তরুণী সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানে না।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী একটি শিশু চুরি হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে শিশু চুরির ঘটনাটি ঘটে।

শিশুটি নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলি রবিদাসের। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তার স্বামীর নাম গোপাল রবি দাস।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন দিন আগে কমলি রবিদাস কন্যা শিশুর জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সাহায্য করার ছলে তার সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়। ওই তরুণী সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানে না।

আজ সকাল ৯টার দিকে শিশুটির মা তাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় শিশুটি চুরি হয়। সাড়ে ৯টার দিকে ঘুম থেকে উঠে কমলি দেখেন তার সন্তান কাছে নেই। অনেক খুঁজেও তাকে পাওয়া যায় না। অজ্ঞাত ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, ওই তরুণী শিশুটিকে চুরি করে নিয়ে গেছে।

ওসি জানান, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। একটি জিডি রেকর্ড করে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে ।

এ বিভাগের আরো খবর