টাঙ্গাইলে ট্রাক-মিনিট্রাক সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মিনি ট্রাকের চালক।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জিয়াউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের করটিয়ার এলাকায় পৌঁছালে ট্রাক্টির একটি চাকা পাংচার হয়ে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী অপর একটি আসবাপত্র বোঝাই মিনিট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকের এক শিশুসহ দুই জন প্রাণ হারান।
পরে মিনিট্রাকের আহত চালককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে এক কন্যা শিশু ও পুরুষ রয়েছে। নিহত ওই মেয়ে শিশুর বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর হবে। গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অপর চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।