বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ১৭:১৪

১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁর লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির জানান, চোরাকারবারি দল গরু আনতে ভারতে যায়। সেখান থেকে ফেরার পথে টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মোশারফকে আটক করে। তিনি এখন টেক্কাপাড়া ক্যাম্পে রয়েছেন।

নওগাঁর পোরশা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটক মোশারফ হোসেন উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্ত অতিক্রম করে গরু আনতে গিয়েছিলেন।

শুক্রবার ভোরে ভারতের ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

মোশারফ পোরশা উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে।

১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁর লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির জানান, চোরাকারবারি দল গরু আনতে ভারতে যায়। সেখান থেকে ফেরার পথে টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মোশারফকে আটক করে। তিনি এখন টেক্কাপাড়া ক্যাম্পে রয়েছেন।

বিজিবি কর্মকর্তা রেজাউল কবির জানান, বিএসএফ আইনি প্রক্রিয়া চালাচ্ছে। তাকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।

ভারতীয় সীমান্ত দিয়ে গরু পাচার করে আনতে যাওয়া বহু বাংলাদেশিকে বিএসএফ প্রায়ই গুলি করে থাকে। সীমান্তের এই প্রাণহানি নিয়ে বাংলাদেশে ব্যাপক অসন্তোষও আছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ভার্চুয়াল সংলাপে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, তার দেশের বাহিনী আর প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না।

অবশ্য এই আশ্বাস দেয়ার পরেও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে এক জন বাংলাদেশি নিহত হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে সেখানে রাবার বুলেট ব্যবহার করা হয়েছিল। বিজিবি জানিয়েছে, বুলেটে গলা ও মুখ ক্ষতিগ্রস্ত হয়েছিল নিহত বাংলাদেশির। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন তিনি।

এ বিভাগের আরো খবর