বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুর রহিম নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তাকে মাদক কারবারি দাবি করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে শুক্রবার ভোররাতে এই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
আব্দুর রহিম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওয়াদুল হকের ছেলে।
বিজিবি কর্মকর্তা আলী হায়দার জানান, ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের নতুন ব্রিজ এলাকায় কয়েক জন অস্ত্রধারি ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে আত্মরক্ষায় বিজিবিও গুলি চালায়। তারা পালিয়ে গেলে ওই এলাকা থেকে আব্দুর রহিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার কাছে পাওয়া যায় অস্ত্র-গুলি ও ইয়াবা।
সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিম মিয়ানমার থেকে অনেকদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন বলে দাবি বিজিবির।