দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশায় ট্রাক্টরকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী খালাতো দুই ভাই নিহত হয়েছেন।
জেলার ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মহেশপুর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন ফুলবাড়ী পৌরসভার কাটিহারধর এলাকার নির্মল গুপ্তের ছেলে প্রীতম গুপ্ত ও একই এলাকার অশোক গুপ্তের ছেলে শুভজিত গুপ্ত সুপ্রিয়। তাদের মধ্যে প্রীতম কুড়িগ্রামের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী পৃথ্বী রায় গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের প্রতিবেশী প্লাবণ গুপ্ত জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই তিন জন একটি মোটরসাইকেলে মধ্যপাড়া এলাকা থেকে ফুলবাড়ী আসছিলেন। পথে মহেশপুর এলাকায় আখবোঝাই একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে তিন জনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শুভজিত গুপ্ত সুপ্রিয়কে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গুরুতর অবস্থায় অন্য দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেয়ার পথে প্রীতমের মৃত্যু হয়।
পার্বতীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।