রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলাকারী বেলাল হোসেনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে বেলালকে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজপাড়া থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগরীর রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দি এসব তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘আমি ২২ বছরের চাকরি জীবনে এমন নৃশংস ঘটনা আর দেখিনি। তাকে (যুবক) জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব, মাদকাসক্ত ছিল কি না। তার অতীতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কি না দেখা হবে। আমরা তার সবকিছু খতিয়ে দেখব।’
তিনি জানান, গত মঙ্গলবার নগরীর বহরমপুর ঘোড়া চত্বর এলাকায় যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি বেলালের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। তখন বেলাল কাগজ না দেখিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথাকাটাকাটি শুরু করেন। একপর্যায়ে বিপুলকে পাশের দোকানের কাঠের টুকরা দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যান বেলাল। পরে অন্য পুলিশ সদস্যরা বিপুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।এর পরই বেলালকে ধরতে অভিযানে নামে পুলিশ। বুধবার রাত ১টার দিকে নাটোর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হামলাকারী বেলালের বাড়ি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়।