বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রি পিঠা খাওয়ালেন সেই লিটন

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ২২:৩৫

লিটন বলেন, ‘আজকে আমি অনেক খুশি সবাইরে পিঠা খাওয়ায়া। আপনেগো প্রতি এডা আমার ভালোবাসা। অনেকেই কইছিল আমি ফ্রি পিঠা খাওয়ানোর কথা রাখুম না। পালায়া যামু। আজকে তাগো ভুল ভাঙলো।'

চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকার বাসিন্দা লিটন বেপারী। পেশায় পিঠা বিক্রেতা।

শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি কোর্টস্টেশন এলাকায় রেল লাইনের পাশে ফুটপাতে পিঠা বিক্রি করেন ২০০১ সাল থেকে।

২০২১ সালে তার পিঠা বিক্রির জীবনের ২০ বছর পূর্ণ হয়। পিঠা বিক্রির ২০ বছর উদযাপন করতে ক্রেতাদের বৃহস্পতিবার বিনা মূল্যে পিঠা খাওয়ানোর ঘোষণা দিয়েছিলেন লিটন।

লিটন তার কথা রেখেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লিটনের দোকানে গিয়ে দেখা যায় পিঠাপ্রেমীদের ভিড়। লিটন চুলা থেকে গরম গরম পিঠা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে আর ক্রেতারা উৎসাহ নিয়ে পিঠা খাচ্ছেন।

লিটন বলেন, ‘আজকে আমি অনেক খুশি সবাইরে পিঠা খাওয়ায়া। আপনেগো প্রতি এডা আমার ভালোবাসা। অনেকেই কইছিল আমি ফ্রি পিঠা খাওয়ানোর কথা রাখুম না। পালায়া যামু। আজকে তাগো ভুল ভাঙলো।

লিটন বলেন, ‘আগে তিন চুলায় পিঠা বানাইতাম। আজকে চুলা আরও দুইটা বাড়াইছি। পাঁচটা করছি। অনেক মানুষ আমার দাওয়াতে পিঠা খাইতে আসছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০০ পিঠা বানাইছি। আজকে প্রায় দেড় হাজার পিঠা খাওয়ানো হবে।

পিঠা খেতে আসা স্কুল ছাত্র রাসেল বলে, ‘লিটন ভাইয়ের দাওয়াতে পিঠা খেতে চলে আসলাম। অনেক ভালো লাগছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে তার এই ভালো মানসিকতার জন্য।’

এ বিভাগের আরো খবর