ভারত সরকারের দেয়া করোনাভাইরাসের টিকার মধ্যে প্রায় ৫০ হাজার ডোজ নওগাঁয় পাঠানো হবে।
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এবিএম আবু হানিফ জানান, আগামী সপ্তাহে করোনাভাইরাস টিকার প্রায় ৫০ হাজার ডোজ আসবে। ইতোমধ্যে টিকা সংরক্ষণের জন্য দুইটি ঘর প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া কাদেরকে আগে টিকা দেয়া হবে সে বিষয়ে একটি তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে।
তিনি আরও জানান, করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা বিশেষ করে চিকিৎসক,সেবিকা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্ক মানুষেরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া পরবর্তী ধাপে পর্যায়ক্রমে অন্য শ্রেণি পেশার মানুষদের ভ্যাকসিন দেয়া হবে।
নওগাঁর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আশীষ কুমার সরকার জানান, নওগাঁ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫১ জন , মারা গেছেন ২৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৮ জন।