বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতা শাহীন হত্যায় আরেক আসামি গ্রেপ্তার

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ২২:০৩

২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে অ্যাডভোকেট শাহীনকে বগুড়া শহরের নিশিন্দারা উপ-শহর বাজার এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী। এরপর থেকেই সোহাগ পলাতক ছিলেন।

বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার পলাতক আসামি সোহাগ সরদারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

সোহাগ শহরতলী বড়কুমিড়া এলাকার বাসিন্দা।

শাহীন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে অ্যাডভোকেট শাহীনকে বগুড়া শহরের নিশিন্দারা উপ-শহর বাজার এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী। এরপর থেকেই সোহাগ পলাতক ছিলেন।

মামলার প্রধান আসামি শহরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। আমিনুল সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

গত বছরের ৩০ জানুয়ারি পুলিশ এ মামলার অভিযোগপত্র জমা দেয়। বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। শাহীন হত্যায় মামলা হওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই জামিনে রয়েছেন।

স্থানীয়রা জানান, বগুড়ার মোটর মালিক গ্রুপের অন্তর্কোন্দলে বিএনপি নেতা শাহীনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, সোহাগকে চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর