বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারিবারিক বিরোধের জেরে মক্তবে আগুন

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ২১:০০

গ্রাম বাসীরা জানান, বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মক্তবে আগুন জ্বলতে দেখেন তারা। তবে কে বা কারা আগুন লাগিয়েছেন তারা তা দেখেন নি।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মক্তবে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরেই এ ঘটান ঘটানো হয়েছে।

বুধবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহের গ্রামের কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।

ওসি জানান, রাজামেহের গাজী বাড়ির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল কাজী বাড়ির। চার মাস আগে টিন ও বাঁশের বেড়া দিয়ে একটি মক্তব তৈরি করেন কাজী পরিবারের সদস্যরা। বুধবার রাতে কে বা কারা মক্তবটিতে আগুন দেয়।

মক্তবটির পাশের বাড়ির বাসিন্দা আলী মিয়া জানান, বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তারা দেখেন মক্তবে আগুন জ্বলছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছেন তারা তা দেখেন নি।

এ ঘটনায় বুধবার ওই গ্রামের কাজী মজিব গাজী বাড়ীর গাজী আলমগীর, সোহেল গাজী, আওয়াল গাজীসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে মামলা করেন।

ওসি আরও বলেন, ‘ঘটনাটি সাজানো মনে হচ্ছে। তবে আমরা তদন্ত করব। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।’

এ বিভাগের আরো খবর