বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সদরের বাসিন্দা আখাউড়া বিএনপির আহ্বায়ক, ৪ নেতার পদত্যাগ

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৯:১৭

যারা পদত্যাগ করেছন তারা হলেন-পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তারা জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর বিএনপির কমিটিতে অন্য উপজেলার বাসিন্দাকে আহ্বায়ক করায় চার জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেছেন।

যারা পদত্যাগ করেছন তারা হলেন-পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তারা জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে গেল ১৩ জানুয়ারি সেলিম ভূইয়াকে আহ্বায়ক ও আক্তার খানকে সদস্য সচিব করে আখাউড়া পৌর বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পদত্যাগপত্রে বলা হয়েছে, ‘সেলিম ভূইয়া কখনোই পৌর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। পৌর এলাকার নয়টি ওয়ার্ড বিএনপির কেউই তাকে চেনেন না। সদস্য সচিব আক্তার খান এক জন শ্রমিক নেতা। তার সঙ্গেও পৌর বিএনপির কারও সম্পর্ক নেই। সদ্য বিলুপ্ত আখাউড়া পৌর বিএনপির ১০১ সদস্যের কমিটি থেকে মাত্র সাত জনকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শাহাদাত হোসেনকে সদস্য পদেও রাখা হয়নি।

‘নব ঘোষিত আহ্বায়ক কমিটির ২৪ জন সদস্যের মধ্যে দুই/এক জন ছাড়া অন্য সদস্যরা কেউ কখনোই দলীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। ফেসবুকে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সদর উপজেলার ইউনিয়ন কমিটির নেতা কীভাবে আখাউড়া পৌর বিএনপির কমিটিতে আহ্বায়ক হন এটিও বড় প্রশ্ন।’

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘সদর উপজেলার বাসিন্দা যদি আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র হতে পারেন তাহলে সেলিম কেনো হতে পারবেন না। আর পদ না পেলে অনেকে অনেক কিছুই বলেন। যারা পদত্যাগ করেছেন তারা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন। আমরা নতুনদের জায়গা দিচ্ছি। দলে ইয়াং ফোর্স দরকার।’

এ বিভাগের আরো খবর