বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যশোরে ঘর পাচ্ছে ৬৬৬ ভূমিহীন পরিবার

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৯:১৩

প্রথম পর্যায়ে সদর উপজেলায় ২৯০, মণিরামপুর উপজেলায় ১৯৯, অভয়নগরে ৫৭, শার্শায় ৫০, চৌগাছায় ২৫, ঝিকরগাছায় ১৯, বাঘারপাড়ায় ১৪ এবং কেশবপুর উপজেলায় ১২টি ভূমিহীন পরিবার এ আধাপাকা ঘর পাচ্ছে।

স্বপ্নেও যা ভাবেনি সেটিই বাস্তব হতে যাচ্ছে যশোরের ৬৬৬ ভূমিহীন পরিবারের জীবনে। ঘর পেতে যাচ্ছে তারা ।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যশোরের আট উপজেলার এ ৬৬৬টি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।

প্রথম পর্যায়ে সদর উপজেলায় ২৯০, মণিরামপুর উপজেলায় ১৯৯, অভয়নগরে ৫৭, শার্শায় ৫০, চৌগাছায় ২৫, ঝিকরগাছায় ১৯, বাঘারপাড়ায় ১৪ এবং কেশবপুর উপজেলায় ১২টি ভূমিহীন পরিবার এ আধাপাকা ঘর পাচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

সদর উপজেলার ৭২ বছর বয়সী ফকির জব্বার এবার ঘর পাচ্ছেন। তিনি বলেন, ‘স্বপ্নেও ভাবিনি নিজের একটি ঘর হবে। শেখের বেটিকে কি বলে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাব সেটা আমি বলে বোঝাতে পারছি না।’

এ বিষয়ে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, “প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এসব গৃহ নির্মাণর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে ‘স্বপ্নের বাড়ি’।”

২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে প্রথম পর্যায় গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করবেন। গৃহ হস্তান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।

যশোরের ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এ বিষয়ে বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন অসহায় পরিবারগুলো ঘর পাচ্ছে। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও স্থায়ী নতুন ঠিকানা। এটা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ।

এ বিভাগের আরো খবর