ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতেই পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে। বন্দরকে গতিশীল করতে বসানো হবে রেললাইন। এছাড়া মহাসড়কগুলো পর্যায়ক্রমে চার লেন করা হবে।’
বরিশাল সার্কিট হাউজে বৃহস্পতিবার দুপুরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুত উন্নয়ন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২০০৯ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় বিলিয়ন ডলার ছিল। এখন রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলারে।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
প্রতি দশ বছর পর জনশুমারি হয়। চার লাখ কর্মী এই জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহে কাজ করবেন।
অনুষ্ঠানে আরও বক্তৃব্য দেন জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের পরিচালক কবির উদ্দীন আহাম্মদ ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।