নৌ ভ্রমণের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনে চালু হলো ‘পদ্মা ক্রুজ’ নামের ভ্রমণতরী।
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে তরীটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুই পার পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে প্রকল্প নেয়া হবে।
তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগে মূলধন উঠে এলে তারা অগ্রসর হবেন। এরই মধ্যে সে কাজ শুরু হয়েছে।
ভ্রমণতরী পদ্মা ক্রুজের উদ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক। প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়া ঘাট থেকে ৮০ যাত্রী এই ভ্রমণতরীতে করে বেড়াতে পারবেন।
তরীটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোডের্র উপপরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিনসহ অনেকে।