বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালিবাগে বৃদ্ধাকে নির্যাতন করা গৃহকর্মী ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ১৪:০৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশের একটি দল।  

রাজধানীর মালিবাগে বৃদ্ধ গৃহকর্ত্রীকে নির্যাতনের পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা আখতারকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার কাছ থেকে জব্দ করা হয়েছে লুটের টাকা ও স্বর্ণালঙ্কার।

জেলার রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশের একটি দল। তাকে রাজধানীতে পাঠানো হয়েছে বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঢাকা থেকে যাওয়া পুলিশের একটি দল বুধবার মধ্যরাতে প্রযুক্তির সহায়তায় কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সে সময় তার কাছ থেকে লুট করা এক লাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রেখার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী গ্রামে। রাজধানীর মালিবাগে মেহবুবা জাহান বুলবুলির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি। গত সোমবার ওই বাসায় মেহবুবার অসুস্থ মা বিলকিস বেগমকে একা পেয়ে মারধর করেন রেখা। এর পর তার কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান তিনি।

পুরো ঘটনার ভিডিও ধারণ হয় বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়, যা পরে ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পর রেখার বিরুদ্ধে রাজধানীর শাজাহানপুর থানায় হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা করেন বিলকিস বেগমের মেয়ে মেহবুবা জাহান বুলবুলি।

এ বিভাগের আরো খবর