আহত চার পুলিশ সদস্যকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। টহল পিকআপে থাকা আরও দুই কনস্টেবল অক্ষত আছেন।
বরিশালে কোস্টগার্ডের ট্রাক ও পুলিশের টহল পিকআপের মধ্যে সংঘর্ষে উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন এসআই আরিফুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল খান, কনস্টেবল মো. রিয়াজ ও আজিজুর রহমান।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) নাইমুল হক নিউজবাংলাকে জানান, কোস্টগার্ডের ট্রাকটি পটুয়াখালী যাচ্ছিল। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।