জয়পুরহাটের দুটি এলাকায় অভিযান চালিয়ে এক বিদেশি রিভলবার, চার গুলি ও প্রায় ২৭ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বুধবার রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাদসা বাজার থেকে আটক করা হয় নওগাঁর ধামইরহাট উপজেলার সুব্রত কুমার ও বায়েজিদ হোসেনকে।
তাদের কাছ থেকে জব্দ করা হয় গুলি, রিভলবার, মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন।
অপরদিকে র্যাবের আরেকটি দল অভিযান চালিয়ে ক্ষেতলাল উপজেলার বটতলী থেকে প্রায় ২৭ কেজি গাঁজা, সাড়ে চার হাজার টাকা ও দুই মাদক কারবারিকে আটক করে।
আটক হওয়া দুই জন হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ইমরান ইসলাম ও এনামুল ইসলাম।
আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাব অধিনায়ক।