ফেসবুকে নিজেকে উপস্থাপন করেছেন সাংবাদিক হিসেবে। ক্যামেরা কাঁধে নিয়ে মোটর সাইকেল করে দাপিয়ে বেড়াতেন পুরো উপজেলা। আসলে এসবের আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন। অবশেষে সাখাওয়াত হোসেন (৩৫) নামের এই ভুয়া সাংবাদিককে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে বাগেরহাটর শরণখোলা থানার পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে শরণখোলা উপজেলার পাঁচরাস্তা বাদল চত্তর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াতের বাড়ি উপজেলার রাজপুর গ্রামে।
শরণখোলা থানার পরিদর্শক মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পাঁচ রাস্তার মোড়ে সাখাওয়াতকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইটের ভিতর থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, সাখাওয়াত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা করছেন বলে তাদের কাছে খবর ছিল। এরপর থেকে তাকে অনুসরণ করে হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাখাওয়াত হোসেন নিজেকে বিভিন্ন অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ছাড়া তার চুরি করার অভ্যাসও রয়েছে। বিভিন্ন সময় চুরি করে ধরা পড়ার কারণে এলাকায় সে চোরা সাখাওয়াত নামে পরিচিত।
এ ব্যাপারে শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শেখ মোহাম্মদ আলী বলেন, শরণখোলায় হঠাৎ করে নামসর্বস্ব বিভিন্ন অনলাইন ও ফেসবুকভিত্তিক সাংবাদিক গজিয়ে উঠেছে। এরা সাংবাদিকতার নিয়মকানুন না জেনে সাধারণ মানুষকে হয়রানি করছে। এদের কারণে মূলধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বিষয়ে তিনি প্রশাসনের নজর দেয়ার দাবি জানান।