বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমলাতান্ত্রিক জটিলতায় পায়রা বন্দর কাজের ধীরগতি: পরিকল্পনামন্ত্রী

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ২১:৪০

মেগা প্রকল্পের কাজগুলো শেষ হলে দেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে অধিগ্রহণ জমির তিনগুন মূল্য দেয়া হচ্ছে। মানুষ এখন স্বেচ্ছায় তাদের জমি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের ১০টি বড় প্রকল্পের মধ্যে অন্যতম পায়রা বন্দর কাজের ধীরগতির কারণ হিনেবে আমলাতন্ত্রকে দুষছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, অভ্যাসগত কারণে কিছু কর্মকর্তা ধীরে কাজ করেন। তাই এই ধীর গতি।

বুধবার দুপুরে পায়রা বন্দর পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ১০টি মেগা প্রকল্পের একটি পায়রা বন্দর। বন্দর ঘুরে দেখেছি এখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। বন্দরের কাজ শেষ হলে এই এলাকায় ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে।’

মেগা প্রকল্পের কাজগুলো শেষ হলে দেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে অধিগ্রহণ জমির তিনগুন মূল্য দেয়া হচ্ছে। মানুষ এখন স্বেচ্ছায় তাদের জমি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তারপরও আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। কিছু কর্মকর্তা যারা অভ্যাসগত কারণে ধীরে কাজ করেন। তাদের কারণে একটু দেরি হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পায়রা বন্দর কৃর্তপক্ষের কাজ করতে কিছুটা হিমশিম খেতে হয়। তবে ভূমি আইনগুলো সহজ করতে সরকার কাজ করছে।’

বন্দর পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব ইয়ামিন চৌধুরী, পায়রা বন্দরের চেয়ারম্যান হুমায়ুন কল্লোল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

পরিদর্শন শেষে মন্ত্রী পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দ্যেশে যাত্রা করেন। সেখানে রাত কাটিয়ে বৃহস্পতিবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরবেন তিনি।

এ বিভাগের আরো খবর