ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ শান্তা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আলী মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার শিলাউরা গ্রাম থেকে মঙ্গলবার রাতে আলী মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম নিউজবাংলাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আসামি আলী মিয়াকে বুধবার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক। অপর দুই আসামি হুমায়ূন ও রতনকে ধরতে অভিযান চলছে।’
গত রোববার সুলতানপুর ইউনিয়নে শান্তা আক্তার নামের এক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার হন। পারিবারিক বিরোধের জেরে তার আপন চাচার নেতৃত্বে এই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে।
স্থানীয়া জানায়, সম্প্রতি শান্তার ছেলের সঙ্গে তার চাচাত ভাইয়ের ঝগড়া হয়। এ ঘটনায় শান্তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তার চাচা হুমায়ূন মিয়া। রোববার সন্ধ্যায় চিৎকার শুনে আহত শান্তাকে উদ্ধার করেন তারা।
শান্তার অভিযোগ মাথা ব্যথার চিকিৎসা করাতে শান্তা রোববার সন্ধ্যায় শহরে যাওয়ার পথে একা পেয়ে হাত-পা বেঁধে তাকে মারধর করেন হুমায়ূন মিয়া ও তার মুখোশধারী সহযোগীরা। পরে তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে পোচ দেয়া হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার শান্তার মা তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন।
২৫ বছরের শান্তা আক্তার শিলাউর গ্রামের রাজমিস্ত্রি রাসেল মিয়ার স্ত্রী।