বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ অস্ত্র দেখিয়ে মারধর, স্বামী আটক

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ১৯:২৬

‘ভোরে বউয়ের সাথে ঝগড়া হইছে পরে উও (বাবু) পিস্তল বাইর কইরা মারতেছিলো। তহন চিল্লাইলে ওর বউয়ের ভাই, তার (ভাই) লোকজন আসছে, তাদেরও অস্ত্র দেখাইছে।’

ঢাকার ধামরাইয়ে অবৈধ অস্ত্র বের করে নিজের স্ত্রীকে ভয় দেখানো ও মারধর করার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।

আটক মো. বাবু (৩৭) ওরফে চোরা বাবু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব।

বুধবার সকালে উপজেলার সুয়াপুর এলাকায় বাড়ি থেকে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।

সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব নিউজবাংলাকে বলেন, ‘চোরা বাবু ওর চাচাতো বোনকে বিয়া করছে। ভোরে বউয়ের সাথে ঝগড়া হইছে পরে উও (বাবু) পিস্তল বাইর কইরা মারতেছিলো। তহন চিল্লাইলে ওর বউয়ের ভাই, তার (ভাই) লোকজন আসছে, তাদেরও অস্ত্র দেখাইছে। পরে ওরে ধইরা মারছে লোকজন। পরে চৌকিদার গিয়ে গেছে আর আমারে ফোন দিছে। আমি ফোন দেয়ার পরে পুলিশ আইসা ওরে নিয়া গেছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বাবুকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর