ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ বুধবার দুপুরে এ রায় দেন।
হত্যায় সহযোগিতার দায়ে এ মামলার আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড পেতে হবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ হোসেন ডায়মন্ডের বাড়ি ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকায়। যাবজ্জীবনপ্রাপ্ত আসাদ হোসেন জেসির বাড়ি শহরের কলেজপাড়ায়। ডায়মন্ড ও জেসি দুই বন্ধু।
মামলায় বলা হয়, ২০১৩ সালের ১ আগস্ট ফারজানা আক্তার মুমুকে পরিকল্পিতভাবে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখেন স্বামী ইমতিয়াজ।
ওই ঘটনায় ২৩ অক্টোবর সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও হরিপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দুই জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
২০১৪ সালে তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান অভিযোগপত্র জমা দেন।
মামলার দুই আসামিই এখন জেলহাজতে।