‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এমন স্লোগানে বরিশালে পালিত হয়েছে শহিদ আসাদ দিবস।
বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আসাদ পরিষদের উদ্যোগে শহিদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের সদস্যরা।
পরে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আসাদ পরিষদের বরিশাল শাখার সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদের মৃত্যু স্বৈরাচারী আইয়ুব খানের দ্রুত পতন ঘটিয়েছিল। কেবল তাই নয় আসাদ হয়ে ওঠেন পরবর্তী পর্যায়ে সকল আন্দোলন সংগ্রামের উপমা।’
সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান আলতাফ হোসেন ভুলু, আসাদ পরিষদ বরিশাল শাখার সাধারন সম্পাদক জ্যোতিময় চক্রবর্তী, ওয়াকার্স পার্টির বরিশাল শাখার সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, গণসংহতি আন্দোলনের আব্দুর রশিদ নিলুসহ অনেকে।