রংপুর জেলার প্রায় দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র বসানোর জন্য বরাদ্দ প্রায় তিন কোটি টাকার কোনো হদিস মিলছে না।
বিদ্যালয়গুলো উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) প্রণয়ন ও বাস্তবায়নের গাইডলাইন অনুসারে কোনো স্কুলের জন্য বরাদ্দ অর্থ স্কুলের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির প্রধানের যৌথ হিসেবে থাকার কথা। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকা তুলে নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জেলার আট উপজেলায় এক হাজার ৪৫৮টি বিদ্যালয়ে স্লিপ ফান্ডের বরাদ্দ থেকে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র কেনার কথা ছিল। এর মধ্যে মাত্র তিনটিতে কেনা হয়েছে এই যন্ত্র। অন্য স্কুলগুলোতে বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকরা ব্যক্তিগত কাজে খরচ করেছেন।
২০১৯ সালের ১৩ অক্টোবর রংপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় স্লিপ ফান্ডের বরাদ্দ থেকে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র কেনার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। স্লিপ ফান্ডের গাইডলাইন অনুযায়ী, ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ৫০ হাজার টাকা ও ২০০ থেকে ৫০০ শিক্ষার্থীর স্কুলে ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সেই হিসেবে ২০ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ আসে।
এর মধ্যে বায়োমেট্রিক যন্ত্র কেনার জন্য প্রতিটি স্কুল ২০ হাজার টাকা করে পায়। সেই হিসেবে এক হাজার ৪৫৫টি বিদ্যালয় পায় দুই কোটি ৯১ লাখ টাকা। কিন্তু ওই অর্থবছর শেষ হওয়ার পরও যন্ত্র বসেনি সব স্কুলে।
স্লিপ প্রণয়ন ও বাস্তবায়নের গাইডলাইনের ২০.৩ ধারায় বলা হয়েছে, বিদ্যালয় কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে সরকারি ব্যাংকে সঞ্চয়ী হিসাবে বরাদ্দের অর্থ থাকবে। কিন্তু রংপুরের স্কুলগুলোতে হাজিরা যন্ত্র কেনার জন্য বরাদ্দ অর্থের কোনো হিসাব নেই জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কাছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘এক অর্থবছরের টাকা খরচ না হলে অন্য অর্থবছরে তা ফেরত দিতে হয় অর্থ মন্ত্রণালয়ে। না হলে গাইডলাইন অনুযায়ী পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় টাকা দেয় না। কিন্তু তৃতীয় প্রাথমিক শিক্ষা প্রকল্পের বরাদ্দের টাকা প্রধান শিক্ষকরা খরচ করেছেন।’
রংপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘যন্ত্রগুলো কেনা হয়েছে কি না জানি না।... কোনো প্রধান শিক্ষক যদি সরকারি টাকা সরকারি অ্যাকাউন্ট থেকে তুলে নিজ অ্যাকাউন্টে রাখে সেটি অপরাধ।… টাকা খরচ না হলে সেই টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। ওই টাকা কী করল তা জানাতে হবে।’
বরাদ্দের টাকা কোথায়, জানতে চাইলে সদর উপজেলার উত্তম বারঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আশেক আলী বলেন, ‘আমি এই টাকার কিছু জানি না। যৌথ অ্যাকাউন্টে থাকলে তো আমি অবশ্যই জানতাম। ম্যাডামরা টাকা কী করেছে তা জানি না।’
ওই স্কুলের প্রধান শিক্ষক মেহের বানু বলেন, ‘সে সময় মেশিন কেনার নির্দেশনা ছিল তাই টাকা তুলেছি। আমার কাছেই আছে, এখনও খরচ করিনি।’
তবে সরকারি টাকা নিজের কাছে কীভাবে রেখেছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি টাকার হিসাব রেখেছি। প্রয়োজন হলে নিজের টাকা দেব।’
সদরের মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের দাবি, স্থানীয় শিক্ষা অফিসকে জানিয়েই তারা বরাদ্দের অর্থ খরচ করেছেন। আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন জানান, বরাদ্দের টাকা তার কাছে ‘রক্ষিত’ আছে।
পীরগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান আতিক জানান, তার উপজেলায় ১৭৮টি বিদ্যালয়ের কোনোটিতেই ওই যন্ত্র কেনা হয়নি। পাঁচটি বিদ্যালয়ে বিভাগীয় প্রশাসনের দেয়া হাজিরা যন্ত্র লাগানো আছে। স্লিপ ফান্ডের হাজিরা যন্ত্র কেনার টাকা ভিন্নখাতে খরচ হয়েছে বলে দাবি করেন তিনি।
মিঠাপুকুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে যন্ত্র কেনা হয়নি।
ভুলটি কী? জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, হাজিরা যন্ত্র কেনার নির্দেশনা পাওয়ার পর প্রধান শিক্ষকরা সেই প্রক্রিয়াও শুরু করেন। এর পর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের থেকে হাজিরা যন্ত্র কেনার জন্য শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের চাপ দিতে থাকে। এই বিষয়টি কর্তৃপক্ষকে জানালে ২০১৯ সালের ডিসেম্বরে হাজিরা যন্ত্র আপাতত না কেনার জন্য আরেকটি চিঠি দেয় মন্ত্রণালয়। তবে কিছুদিন পরই আবার যন্ত্র কিনতে লিখিত নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যেই তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থবছর শেষ হয়ে যায়; শুরু হয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির কার্যক্রম। এ কারণে সময়মতো হাজিরা যন্ত্রগুলো কেনা হয়নি বলে জানান ওই উপজেলা শিক্ষা কর্মকর্তা।
তাহলে বরাদ্দের টাকা কোথায় খরচ হলো এর জবাবে সদর উপজেলার উত্তম হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘আমাদের অনেকেই ওই টাকা অন্য খাতে ব্যয় করেছেন। আমরা কেউ কেউ এখনও খরচ করি নাই। আবার যখন বলা হবে তখন কেনা হবে।’
এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাজাহান সিদ্দিক বলেন, ‘স্লিপের টাকায় কী কী করা যাবে তার নির্দেশনা আছে। টাকা কীভাবে খরচ হয়েছে তা জানতে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছি। তারা উত্তর দিলে আমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব।
এর পর মন্ত্রণালয় যে নির্দেশনা দিবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা শাজাহান।