ওসি জানান, মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন চাঁন মিয়া। পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঢাকার সাভারে বাসের চাপায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁন মিয়া নামের ওই ব্যক্তি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় থাকতেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক নিউজবাংলাকে জানান, মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন চাঁন মিয়া। পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ বাসটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
বুধবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।