নাঈম হাসানের পরনে ছিল নেভি ব্লু জ্যাকেট ও ডোরাকাটা ট্রাউজার। কেউ তার সন্ধান পেলে ০১৭০৭১০৬০৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মৃত খালুর মরদেহ দেখতে রাজশাহীতে এসে নিখোঁজ হয়েছে এক প্রতিবন্ধী যুবক। তার নাম নাঈম হাসান। বয়স ২২ বছর।
নাঈম চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম বালিয়াডাঙ্গা গ্রামের মাহবুব আলমের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী। রাজশাহী নগরীর দাশপুকুর এলাকায় নাঈমের খালু আবদুর রহিমের বাড়ি। মঙ্গলবার আবদুর রহিম মারা যান। বাবার সঙ্গে খালুর লাশ দেখতে রাজশাহী এসেছিলেন নাঈম।
তার পরিবার জানিয়েছে, বেলা ১১টা থেকে নাঈমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল নেভি ব্লু জ্যাকেট ও ডোরাকাটা ট্রাউজার। কেউ তার সন্ধান পেলে ০১৭০৭১০৬০৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।