মেহেরপুরে ১০টি অবৈধ ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে পাঁচটি ইটভাটা ভাঙা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলার গাংনী উপজেলার দুই গ্রামে অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি না নেয়ায় গাংনী উপজেলার আকুবপুর গ্রামের এম ভি ব্রিকসকে ছয় লাখ, শুকুর কান্দী সমতা ব্রিককে আট লাখ, রুপসা ব্রিকসকে সাত লাখ, থ্রি ষ্টার ব্রিকসকে চার লাখ ও তমা ব্রিকসকে সাত লাখ টাকা জরিমানা করা হয়। এই পাঁচটি ইটভাটা ভাঙা হয়েছে।
পাশাপাশি একই গ্রামের একতা ব্রিকসকে ছয় লাখ, মহাম্মদপুর ব্রেস্ট ব্রিকসকে পাঁচ লাখ, জনতা ব্রিকসকে ছয় লাখ, হোগলবাড়ীয়া গ্রামের ভিশন ব্রিকসকে সাত লাখ এবং বস ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
আবু হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া মেহেরপুরে শতাধিক ইটভাটায় এখনও কাজ চলছে। ২০১৩ সালে এসব ইটভাটাকে সরকারিভাবে অবৈধ ঘোষণা করা হয়। তদারকি না থাকায় বছরের পর বছর চলছে এসব ভাটা।
পর্যায়ক্রমে জেলার সকল ইটভাটায় এই অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান ও পরিদর্শক কমল বর্মণ।
ভ্রামামান আদালতকে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা।