বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ২০:২২

নিহতের বাবা জানান, সোমবার সকালে ভ্যান নিয়ে বের হয় সজিব। অনেক রাতে বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার পুলিশের মাধ্যমে সজিবের মৃত্যুর খবর পান তারা।

নওগাঁ সদর উপজেলার একটি বাঁশঝাড় থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সদরের চন্ডিপুর ইউনিয়নের গঙ্গাকান্দি মাঠের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব হোসেনের বাড়ি আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে। তিনি পেশায় এক জন ভ্যান চালক।

নিহতের বাবা সাজ্জাত হোসেন জানান, সোমবার সকালে ভ্যান নিয়ে বের হয় সজিব। অনেক রাতে বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান পাওয়া যায় না সজিবের। পরে মঙ্গলবার পুলিশের মাধ্যমে সজিবের মৃত্যুর খবর পান তার পরিবারের সদস্যরা।

সাজ্জাত হোসেন বলেন, ‘আমরা গরীব মানুষ। আমাগো সাথে কারও কোন শত্রুতা নাই।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘ওই কিশোরকে রাতের কোন এক সময়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। এছাড়া তার চোখে মুখে সেভিং বেল্ড দিয়ে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় নিহতের বাবা সাজ্জাত হোসেন একটি মামলা করেছেন। পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করে দেখছে।’

এ বিভাগের আরো খবর