মাদক কারবার ও সেবন ছেড়ে দেয়ায় ৪০ ব্যক্তিকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বরগুনা পুলিশ লাইন্স মিলনায়তনে এক সভা আয়োজন করে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম তাদের বরণ করে নেন।
পুলিশ লাইন্সের ড্রিল শেড সভা কক্ষে পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বরগুনা জেলার ছয়টি থানা থেকে মাদক কারবার ও সেবন ছেড়েছেন এমন ৪০ ব্যক্তিকে ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
এ সময় জাগরণী নারী সহায়তা কেন্দ্রের মধ্যস্থতায় চলমান পারিবারিক বিরোধ নিষ্পত্তি হওয়া দম্পতিদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেন তিনি।
আত্মসমর্পনকারী মাদক সেবী ও কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এমনই এক জন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বাসিন্দা গোলাম আজাদ বলেন, ‘আমি পুলিশের সহায়তায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করছি, আমি এখন সুস্থ স্বাভাবিক মানুষ। জেলা পুলিশকে এ জন্য আমি ধন্যবাদ জানাই।’
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘মাদককে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মাদক ছাড়ানো নয়, আমরা তাদেরকে কর্মসংস্থান ও সামাজিক অবস্থান ফিরিয়ে দেয়ার চেষ্টা করছি।
‘মাদক থেকে ফিরে আসা ব্যক্তিদের পুলিশ সর্বোচ্চ সহায়তা দিতে চেষ্টা করবে। আমরা সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর মহরম আলী, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের মেহেদী হাসান, পাথরঘাটা সার্কেলের তোফায়েল হোসেন সরকার, আমতলী সার্কেলের রবিউল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।