বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোশাক শ্রমিক ধর্ষণ মামলায় উদ্যোক্তা কারাগারে

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ১৮:১৭

পরিবারের সঙ্গে কথা বলে সোমবার বকশিগঞ্জ থানায় মামলা করেন ওই নারী।

জামালপুরের বকশিগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় এক উদ্যোক্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাজমুল হক বাবুর বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে। তিনি নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের এক জন উদ্যোক্তা।

সোমবার গভীর রাতে বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি নিলক্ষিয়া বাজারের ময়না মিয়া পলাতক বলে জানায় পুলিশ।

ওই নারীর বাড়ি একই উপজেলায়। তিনি পরিবার নিয়ে ঢাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহার থেকে জানা যায়, করোনভাইরাসের সময় ওই নারী পোশাক শ্রমিক তার চাকরি হারান। এরপর আবারও চাকরির চেষ্টা করলে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় তার।

গত ডিসেম্বরে বাবুর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন ওই নারী।

এজাহারে আরও বলা হয়, গত ১৩ জানুয়ারি বাবু ওই নারীকে ফোন করে তার জন্ম নিবন্ধনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানান। ১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে যান ওই নারী। ওই সময় ময়না মিয়ার সহায়তায় ওই নারীকে ধর্ষণ করেন বাবু। সেখান থেকে বের হয়ে বাজারের কয়েকজনকে বিষয়টি জানিয়ে ঢাকায় চলে যান সেই নারী।

পরিবারের সঙ্গে কথা বলে সোমবার বকশিগঞ্জ থানায় মামলা করেন ওই নারী।

ওসি শফিকুল জানান, বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ও অপর আসামি ময়না মিয়াকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর