বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ পরিচয়ে সোনা লুট

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ২১:০০

মামলার বিবরণ থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের পোশাকে তিন ব্যক্তি সিঙ্গাইর উপজেলার চর আজিমপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে যান। এ সময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে এবং ইয়াবা খোজেঁর কথা বলে ঘরে প্রবেশ করেন। পরে ঘরের জিনিসপত্র এলোমেল করে এবং সোনা ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশ পরিচয়ে সোনা ও নগদ অর্থ লুটের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

রোববার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মাগুরা সদর উপজেলার বারইখালী গ্রামের সোলাইমান ইসলাম রাজু ও একই উপজেলার সিরিজদিয়া গ্রামের কামরুল শেখ। তারা ঢাকা জেলার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

সোমবার বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ আহমেদ তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের পোশাকে তিন ব্যক্তি সিঙ্গাইর উপজেলার চর আজিমপুর গ্রামে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে এবং ইয়াবা খোজেঁর কথা বলে ঘরে প্রবেশ করেন। পরে ঘরের জিনিসপত্র এলোমেল করে এবং সোনা ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ১ জানুয়ারি নজরুলের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে অজ্ঞাত নামে সিঙ্গাইর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদে রোববার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসা থেকে সোলাইমান ও কামরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া ওয়াকিটকি এবং এক সেট পুলিশের পোশাক জব্দ করা হয়।

এ্ বিষয়ে মানিকগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার জানান, আসামিদের আদালতে তোলা হলে তারা জবানবন্দি দেন এবং আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরো খবর