বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগুন পোহাতে গিয়ে পুড়ে পাঁচ জনের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১৯:৫২

দগ্ধ হয়ে হাসপাতালে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন। তারা সকলেই নারী। সবাই শীত নিবারণ করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছিলেন।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চলতি শীত মৌসুমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই নারী।

সর্বশেষ রোববার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে হাসপাতালটিতে। খেজমতি বেগম নামের ওই নারী অগ্নিদগ্ধ হয়ে কয়েকদিন আগে বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন।

৬০ বছর বয়সী খেজমতি বেগমের বাড়ি লালমনিরহাট সদরে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান আব্দুল হামিদ পলাশ নিউজবাংলাকে বলেন, ‘আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন খেজমতি বেগম। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তিনি মারা যান।’

পলাশ বলেন, ‘দগ্ধ হয়ে হাসপাতালে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন। তারা সকলেই নারী। সবাই শীত নিবারণ করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছিলেন।’

এ ছাড়া তার অধীনে চিকিৎসাধীন রয়েছে আরও ১৫ নারী ও শিশু। তারা সবাই আগুন পোহাতে গিয়েই দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের শরীর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর